নিজস্ব প্রতিবেদক : সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সুরমা পাড়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়েছে।
প্রথা অনুযায়ী সিলেটে প্রথম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে কেন্দ্রীয় শহীদমিনার বাস্তবায়ন পরিষদ। এরপর বাংলাদেশের সূর্যসন্তান মুক্তিযোদ্ধারা। পরে বিভাগীয় কমিশনার সহ জন প্রশাসন ও পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল এবং ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে কেন্দ্রীয় শহীদমিনারে সব বয়সের মানুষের ঢল নাম। সবার কণ্ঠে উচ্চারিত হয় যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়ার দৃপ্ত শপথ। নতুন করে সুখী-সমৃদ্ধ স্বদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত হয়।
মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি নির্বিঘ্ন করতে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে নিরাপত্তা জোরদার করা হয়।
Leave a Reply