নিজস্ব প্রতিবেদক : বাঙালির ইতিহাসে বছরের প্রতিটি মাসই কোন না কোন কারণে স্মরণীয়-বরণীয়। এর মধ্যে ডিসেম্বর স্মরণীয় মহান মুক্তিযুদ্ধে বিজয়ের জন্যে। তাই প্রতি বছর এ মাসটিকে জাতি পরম ভালবাসায় বরণ করে। এবারও দেশজুড়ে যথারীতি বরণডালা সাজিয়ে গৌরবোজ্জ্বল ডিসেম্বরকে বরণের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।
মহান বিজয়ের মাসকে বরণ করতে সিলেট জেলা প্রশাসন এবারো বিজয় শোভাযাত্রার আয়োজন করেছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বিজয় শোভাযাত্রাটি বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
প্রতিবছরের মতো বিজয়ের মাস ডিসেম্বরকে বরণ করতে মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেট নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন, বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা।
কর্মসূচিকে সফল করতে মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেটের সভাপতি আল-আজাদ ও সম্পাদক সুরঞ্জিত বর্মণ সবাইকে অনুরোধ জানিয়েছেন।
সেক্টর কমান্ডারস ফোরাম মহান বিজয়ের মাসের প্রথম দিন সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে।
এছাড়া জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে নজরুল একাডেমিতে সন্ধ্যা ৬টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
Leave a Reply