নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা (সা) সম্পর্কে ভারতে ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটুক্তির প্রতিবাদে শুক্রবার সিলেট বিক্ষোভের নগরীতে পরিণত হয়।
একই দিন মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় বিভাগজুড়ে। এসব প্রতিবাদী আয়োজন থেকে অবিলম্বে কটুক্তিকারীদেরকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহবান জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবিও জানানো হয়েছে।
পবিত্র জুমআর নামাজ শেষে বিক্ষোভ মিছিলের ঢল নামে সিলেট মহানগরীতে। বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় কোর্ট পয়েন্টে। এছাড়া অন্য কয়েকটি স্থানেও একই কর্মসূচি পালিত হয়।
Leave a Reply