হবিগঞ্জ প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদ (সা) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটুক্তির প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আহ্লে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ হবিগঞ্জ পৌর শাখার উদ্যোগে এ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত।
বিক্ষোভ মিছিলটি শহরের কোর্ট মসজিদের সামনে থেকে বের হয়ে চৌধুরী বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়।
সেখানে সংগঠনের পৌর সভাপতি হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়ালের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা কাজী এম এ জলিলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির ছিলেন, আহ্লে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের জেলা সভাপত্বি রইচ মিয়া। বিশেষ অতিথি ছিলেন, মাওলানা আব্দুস শহীদ, গোলাম আশরাফুল ওয়াদুদ, মুফতি মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী, গোলাম সারোয়ারে আলম, মাওলানা মুফতি আলমগীর হোসেন সাইফী ও মুফতি মুজিবুর রহমান।
বক্তারা বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কটুক্তির তীব্র নিন্দা করেন এবং বাংলাদেশের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপনের দাবি জানান।
কঠোর আন্দোলন এবং ভারতীয় পণ্য বর্জনেরও হুমকি দেন।
Leave a Reply