শাল্লা প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদ (সা) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জের শাল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শাল্লা উপজেলা তৌহিদী জনতার উদ্যোগে শুক্রবার বাদ জুমআ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরের দু’টি মসজিদের মুসুল্লিদের অংশ গ্রহণে উপজেলা পরিষদ মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় ।
উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এনামুল হকের সভাপতিত্বে এবং মাওলানা আবুল খায়ের ও মাওলানা আশিকুর রহমানের যৌথ সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মো আবুল কাশেম, মাওলানা জুনাইদ আহমেদ, মাওলানা রুকনুদ্দিন আল মাহমুদ ও মাসুম বিল্লাহ।
বক্তারা বলেন, প্রতিটি মুসলমানের হৃদয়ে নিজের জীবনের চাইতেও প্রিয় নবীর প্রতি মহব্বত রয়েছে। তাই বিশ্বের কোনো প্রান্তেই মহানবীকে নিয়ে অপমানজনক বক্তব্য কোনো মুসলিম সহ্য করতে পারে না।
Leave a Reply