নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর যুব জমিয়তের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মহানগরীর জেল রোডে একটি হোটেলের সম্মেলন কক্ষে এই কাউন্সিল অধিবেশনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগর সহ সভাপতি মুফতি মুজিবুর রহমান, সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ ফখরুল ইসলাম, যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি শরিফ উদ্দিন এহিয়া কাসেমী ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা। সভাপতিত্ব করেন, মহানগর যুব জমিয়ত সভাপতি মাওলানা কবির আহমদ। পরিচালনায় ছিলেন, বাহাউদ্দিন বাহার ও হাফিজ আব্দুল করিম দিলদার।
Leave a Reply