সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বুধবার, ১৫ মার্চ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর (ভিপি মাহবুব) সভাপতিত্বে ও সদস্য সচিব আফসর খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে মহানগর বিএনপির নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং আগামীদিনের আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দলকে অতীতের ন্যায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভ্যানগার্ডের ভূমিকা রাখার আহবান জানান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক মাছুম ইবনে রাজ্জাক রুমেল, আবু আহমদ আনসারী, নূরুল হুদা দিপু, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, উসমান হারুন পনির, বিএনপি নেতা এনামুল কুদ্দুস চৌধুরী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply