সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে প্রায় ৩ লাখ টাকার ভারতীয় পণ্য ও কার্ভাডভ্যানসহ একজন গ্রেফতার হয়েছে।
এসএমপির উপ পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় বুধবার, ১৭ এপ্রিল (৪ বৈশাখ) রাত সাড়ে ৩টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর লাক্কাতুরা বাজারে বিমানবন্দর সড়কে অভিযান পরিচালনা করে।
এ সময় ইমরান আহমেদ নয়ন (২৩, পিতা শাহজান মিয়া, সুকদেবপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জ, বর্তমানে এভারগ্রীন-৩৮, কুমারপাড়া, সিলেট) নামের একজনকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে উদ্ধার করা হয় ২ লাখ ৯৩ হাজার ৭৬০ টাকার ভারতীয় পণ্য। এছাড়া পরিবহন কাজে ব্যবহৃত একটি কার্ভাড ভ্যানও জব্দ করা হয়। এ ব্যাপারে এসএমপির এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। তথ্য বিবরণী
Leave a Reply