সিলেট মহানগর গোয়েন্দা বিভাগ-ডিবিরি অভিযানে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ ও ৪ জন গ্রেফতার হয়েছে। এ সময় চিনি পরিবহন কাজে ব্যবহৃত ২টি ট্রাকও আটক করা হয়
উপ-পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার, ২৪ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে এসএমপির শাহপরাণ (র) থানাধীন মুরাদপুর বাইপাসে অভিযান পরিচালনা করে।
এ সময় মো স্বপন ইসলাম (৩২, ট্রাক ড্রাইভার, পিতা মো মঈন উদ্দিন, দুয়ারি, পুরাতন পবা, রাজশাহী), মো শাহজাহান (২৭, ট্রাকের হেলপার, মো বদুদ জামান, দুয়ারি, পুরাতন পবা, রাজশাহী), মো এরশাদ শেখ (৪০, ট্রাক ড্রাইভার, পিতা মৃত ইসমাইল শেখ, মোবারকপুর, সুজানগর, পাবনা) ও মো গিয়াস প্রামানিককে (২০, ট্রাকের হেলপার, পিতা মজনু প্রামানিক, মোবারকপুর, সুজানগর, পাবনা) গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে অনুমান ৪৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭৩৫ বস্তা ভারতীয় চিনি ও তা পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক দুটি আটক করা হয়।
এ ব্যাপারে শাহপরাণ (র) থানায় মামলা রুজু করা হয়েছে। তথ্য বিবরণী
Leave a Reply