বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬ টায় মহানগরীর লালদিঘির পাড় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলের মহানগর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী। বক্তব্য রাখেন মহানগর সহ সভাপতি মাওলানা গাজী রহমত উলাহ, মাওলানা রিয়াজ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা ছামিউর রহমান মুছা, সাংগঠনিক সম্পাদক মুফতি রশিদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, বায়তুল মাল সম্পাদক আব্দুল গাফফার, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আরিফুল হক ইদ্রিস, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ মাওলানা রেজাউল হক, নির্বাহী সদস্য মাওলানা মুশফিকুর রহমান মামুন ও হাফিজ রিয়াজ উদ্দিন আল মামুন। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম।
বৈঠকে সর্বসম্মতিক্রমে ২৬শে অক্টোবর ওয়ার্ড দায়িত্বশীলদেরকে নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিসের সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply