বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টায় মহানগরীর লালদিঘিরপাড় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলের মহানগর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মহানগর সহ সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, অধ্যক্ষ মাওলানা পীর আব্দুল জব্বার, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, বায়তুল মাল সম্পাদক মো আব্দুল গাফফার, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আরিফুল হক ইদ্রিস, অফিস সম্পাদক মাওলানা ফাহাদ আমান, মাওলানা আতিকুর রহমান, মাওলানা রিয়াজ উদ্দিন আল মামুন, মাওলানা আমিন আহমদ রাজু, হাফিজ ফয়জুল ইসলাম, মাওলানা কমর উদ্দিন, হাফিজ এখলাছুর রহমান প্রমুখ। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম।
বৈঠকে বিগত মাসের রিপোর্ট পেশ, পর্যালোচনা ও ২৬মে অক্টোবর লালদিঘিরপাড় নিজস্ব কার্যালয়ে ওয়ার্ড দায়িত্বশীলদের প্রশিক্ষণ মজলিস সফল করার আহবান জানানো হয়।
Leave a Reply