বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মহানগরীর গুলশান সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত সভায় সফলে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে ১৭ই অক্টোবর সকাল ১১টায় রেজিস্ট্রারি মাঠ থেকে কেন্দ্রীয় শহীদমিনার পর্যন্ত প্রচার মিছিল। এছাড়া সকল শাখাকে সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা সিরাজ বক্স, মফুর আলী, সিরাজুল ইসলাম, তুহিন কুমার দাস মিকন, মোশাররফ হোসেন, রাজ উদ্দিন, আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলোয়ার, অধ্যাপক জাকির হোসেন, বিজিত চৌধুরী, নূরুল ইসলাম পুতুল, শফিউল আলম চৌধুরী নাদেল, এটিএম হাসান জেবুল, কিশোর কুমার কর, তপন মিত্র, জগদীশ চন্দ্র দাস, সামসুল ইসলাম, আবদুর রহমান জামিল, আজাদুর রহমান আজাদ, সৈয়দ শামীম আহমদ, ফাহিম আনোয়ার চৌধুরী, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, ফরহাদ বক্স, ডা. মিফতাউল হোসেন সুইট, আনোয়ার হোসেন রানা, আজহার উদ্দিন জাহাঙ্গীর প্রমুখ।
Leave a Reply