নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন মহানগরী থেকে কোরবানি বর্জ্য অপসারণ শুরু করেছে।
সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার দিনগত মধ্যরাত থেকে মহানগরীর কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণ শুরু হয়। আর কোরবানির বর্জ্য অপসারণ আরম্ভ হয় বুধবার দুপুর ২টা থেকে। বিকেলের মধ্যেই কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণ প্রায় শেষ হয়ে গেছে।
কোরবানির বর্জ্য অপসারণে সিসিক এবারো ২৪ ঘণ্টা সময় নির্ধারণ করেছে। তবে এর আগেই বর্জ্য অপসারণ কাজ সম্পন্ন হয়ে যাবে। এ কাজে নিয়োগ করা হয়েছে ১ হাজার ৮শ শ্রমিক। এছাড়া অত্যাধুনিক সাকার মেশিন সহ ৫টি পানির ট্যাংক ও ১০টি ট্রাক ব্যবহার করা হচ্ছে।
Leave a Reply