বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ইসলামী আন্দোলনে শামিল হওয়ার পথ সবসময়ই কাঁটায় ঘেরা। মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই বাংলাদেশের সবুজ ভুখণ্ডে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য। হকের পথে চলতে গিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরকে সীমাহীন জেল জুলুম ও শাহাদাতের অমিয় সুধা পান করতে হয়েছে।
শুক্রবার, ১৭ মার্চ দলের সিলেট মহানগরীর জালালাবাদ থানা শাখার উদ্যোগে ৩৮ নম্বর ওয়ার্ডের কুমারগাঁও এলাকায় আয়োজিত ফ্রি খৎনা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর থানা আমীর মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জুনাইদ আল হাবীবের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দলের মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল ও সহকারী সেক্রেটারি ড নূরুল ইসলাম বাবুল। আরও বক্তব্য রাখেন, কুমারগাঁও পঞ্চায়েত কমিটির সভাপতি হিরা মিয়া, তেমুখী ব্যবসায়ী কমিটির সভাপতি মাশুক মিয়া, সালিশ ব্যক্তিত্ব মাওলানা নূরুল ইসলাম, দলের ওয়ার্ড সভাপতি প্রভাষক দুলাল আহমদ, সহসভাপতি মাওলানা উসমান গনি, মাস্টার গোলজার আহমদ, আব্দুর রহিম, সেক্রেটারি হোসাইন আহমদ, সম্ভাব্য কাউন্সিলার পদপ্রার্থী মো বেলাল আহমদ, সমাজকর্মী আব্দুল খালিক, মতিউর রহমান, আল-আমীন ও জুবায়ের আহমদ।
ক্যাম্পে ৩৬ জন শিশুকে ফ্রি খৎনা দেয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply