বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মানুষের বিপদ আপদ মুসিবত বেশিদিন স্থায়ী থাকেনা। তবে বিপদের দিনে যারা পাশে থাকেন তাদের কেউ ভুলেনা। যারা মানুষের কল্যাণে কাজ করে আল্লাহ পাকও তাদের ভালবাসেন।
শনিবার সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মেজরটিলা (ইসলামপুর) এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহপরান পূর্ব থানা আমীর শামীম আহমদের সভাপতিত্বে ও কাউন্সিলর প্রার্থী সৈয়দ ফরহাদ হোসেনের পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনজুর রহমান, দলীয় নেতা মাওলানা শাহ মাহমুদুল হক, নাসির উদ্দিন চৌধুরী, মাওলানা আশরাফ আলী, এলাকার বিশিষ্ট মুরব্বি রকিব আহমদ, জালাল আহমদ ও আব্দুল লতিফ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply