নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর সাগরদিঘির পাড় এলাকা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী নিকট থেকে খবর পেয়ে শুক্রবার বিকেলে এলাকায় পাশাপাশি অবস্থিত দুটি বহুতল ভবন আপন হোয়াইস হাউস ও আপন ব্লু টাওয়ারের মধ্যবর্তী স্থান থেকে পুলিশ ও দমকল বাহিনী শাহানা আক্তার (১৭) নামের এ তরুণীর মরদেহ উদ্ধার করে। তার বাড়ি বটেশ্বর এলাকায়। সে আপন ব্লু টাওয়ারের ১০ তলায় ডা হাসিনা মুন্নির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো।
ডা হাসিনা মুন্নির স্বামী আখতারুজ্জামান জানান, ৬/৭ মাস ধরে শাহানা আক্তার তাদের বাসায় কাজ করছিল। ছাদ থেকে পড়ে সে মারা যেতে পারে।
সিলেট কোতয়ালি থানার ওসি তদন্ত ছাহাবুল ইসলাম জানান, শাহানা আক্তারের মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply