নিজস্ব প্রতিবেদক : মহানগরীর সকল রাস্তা ও ফুটপাত অবৈধ দখল থেকে মুক্ত করতে সিলেট সিটি করপোরেশন আবারো অভিযান শুরু করেছে।
মঙ্গলবার দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এ সময় সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুজ্জামান ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ সহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
অভিযানকালে বন্দরবাজার, সুরমা মার্কেট ও জিন্দাবাজার সহ কয়েকটি এলাকায় ফুটপাতের উপর ও বিভিন্ন স্থায়ী দোকানের সামনে বসানো অস্থায়ী দোকানগুলো উচ্ছেদ এবং মালামাল জব্ধ করা হয়।
এ সময় সার্কিট হাউস এলাকায় রাস্তার উপর লাইন ধরে দাঁড়িয়ে থাকা ট্রাক দেখে মেয়র তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এছাড়া অটোরিক্সা, লেগুনা ও ট্রাক চালকদেরকে যেখানে সেখানে রাস্তার উপর না দাঁড়াতে সিসিক মেয়র নির্দেশ দেন।
এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র জানান, হকারদের ব্যবসার সুবিধার্থে হকার্স মার্কেট নতুন করে বানানো হচ্ছে।
তিনি হলি ডে মার্কেট প্রবর্তনের পরিকল্পনার কথাও জানান এবং মহানগরীর সকল রাস্তা ও ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল মহলের সহযোগিত কামনা করেন।
স্থায়ী দোকানের সামনে অস্থায়ী দোকান বসানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সতর্ক করে দেন।
তিনি জানান, যেসব স্থায়ী দোকানের সামনে অস্থায়ী দোকান বসানো হবে সেসব স্থায়ী দোকানের ট্রেড লাইসেন্স নবায়ন হবেনা এবং সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এসব স্থায়ী দোকান মালিকের সদস্য পদ বাতিল করবে।
Leave a Reply