র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেট মহানগরীর মীরাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও তাজা গুলি উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার, ৬ সেপ্টেম্বর (২২ ভাদ্র) দুপুর সোয়া ১টার দিকে র্যাব-৯, সিলেট, সিপিএসসির একটি আভিযানিক দল মহানগরীর মীরাবাজার আগপাড়া এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ৭ রাউন্ড গুলিসহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
এই বাড়িতে রাজিব হোসেন (৩০) নামের এক ব্যক্তি ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন। তিনি মহানগরীর যতরপুর এলাকার আলী মিয়ার ছেলে। র্যাবের উপস্থিতি টের পেয়ে রাজিব হোসেন পালিয়ে যান।
উদ্ধারকৃত অস্ত্রটি সিলেট মহানগরীর পুলিশ ফাঁড়ি থেকে লুণ্ঠিত অস্ত্রগুলোর একটি কি না সে ব্যাপারে যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply