সিলেট সিটি কর্পোরেশন মহানগরীর মিরের ময়দান পয়েন্ট সংলগ্ন স্থানে নতুন আরেকটি উৎপাদক নলকূপ (প্রোডাকশন টিউবওয়েল) চালু করেছে।
এতে ব্যয় হয়েছে ৬৫ লাখ টাকা। এই উৎপাদক নলকূপ থেকে প্রতিদিন গড়ে ৬০ হাজার থেকে ৮০ হাজার লিটার পানি সরবরাহ করা যাবে বলে সিসিক কর্তৃপক্ষ আশা করছে। এতে ১, ২, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা উপকৃত হবেন।
বুধবার বিকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এ উৎপাদক নলকূপ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নিবার্হী কর্মকর্তা এনামূল হাবীব, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নূর আজিজুর রহমান, নিবার্হী প্রকৌশলী আলী আকবর, সিটি কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, মো রাজিক মিয়া, মো ইলিয়াছুর রহমান, রকিবুল ইসলাম ঝলক, মো ছয়ফুল আমিন বাকের, আব্দুল মুহিত জাবেদ, মো দিলওয়ার হোসাইন সজীব, দিনার খান, তাকবির ইসলাম পিন্টু ও তৌফিক বকস লিপন।
মেয়র আরিফুল হক চৌধুরী জানান, পর্যায়ক্রমে মহানগরীতে আরো কয়েকটি উৎপাদক নলকূপ স্থাপন করা হবে।
Leave a Reply