নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর মহাজনপট্টি এলাকা থেকে ব্যবসায়ী বাহার আহমদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার বিকেলে ঐ এলাকার একটি গুদাম থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বাহার আহমদ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এরুখাই লক্ষীপুর গ্রামের নূরুল আলমের ছেলে। মহাজনপট্টির লাগোয়া কালিঘাট এলাকায় তার প্লাস্টিক সামগ্রীর দোকান রয়েছে।
পুলিশ জানায়, রাত থেকে বাহার উদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। সকালে তার স্বজনরা এ ব্যাপারে পুলিশ জানান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশের ধারণা, বাহার উদ্দিনকে হত্যা করা হয়েছে।
Leave a Reply