‘নিজের ময়লা নিজে পরিষ্কার করি-পরিচ্ছন্ন নগরী গড়ি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে মহানগরীর মদিনা মার্কেট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সোমবার (২০ জানুয়ারি/৬ মাঘ) বিকেল ৩টায় সিলেট সিটি কর্পোরেশন-সিসিকের সার্বিক সহযোগিতায় শহর সমাজসেবা কার্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।
এই পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজাই রাফিন সরকার বলেন, সভ্যতা-শিক্ষা আসলে শুধু বই পড়া বা সার্টিফিকেট অর্জন করার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের ভালো অভ্যাসই সভ্যতার ও ব্যক্তিত্বের পরিচায়ক। মানুষের জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য অল্প কয়েকটা ভালো অভ্যাসই যথেষ্ট। তাহলেই মানুষের শরীর, স্বাস্থ্য, জীবন-সবকিছু সুন্দর হয়ে যাবে। এর মধ্যে একটি ভালো অভ্যাস হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে সৃষ্ট বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা। ব্যক্তি পর্যায়ে ময়লা আবর্জনা ব্যবস্থাপনা সম্ভব হলে সার্বিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা আরো সহজতর হবে। এ জন্য তরুণদের এগিয়ে আসতে হবে।
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো বায়েজিদ আহম্মেদ, মো সালমান শাহ ও নাজমুন আরা সুলতানা রিপার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ ফয়সাল আহমদ, সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে কর্নেল (অব) মোহাম্মদ একলিম আবদীন, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মো মাসুদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো সেলিম আহমদ ও সমাজসেবী শিউলি আক্তার টুনি। স্বাগত বক্তব্য রাখেন, ভলান্টিয়ার মারজিয়া সুলতানা পিংকি।
পরে মদিনা মার্কেট এলাকা থেকে শুরু করে শাবিপ্রবি গেইট পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি