নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর ভাঙ্গাচুরা রাস্তাগুলো নগরবাসীর জন্যে নতুন যন্ত্রণা সৃষ্টি করেছে। সারাক্ষণ ধুলোয় আচ্ছন্ন করে রাখছে পুরো এলাকা। এতে পথ চলতে গিয়ে দুর্ভোগের শেষ থাকছেনা।
মহানগরীর বেশিরভাগ রাস্তাই অনেকদিন ধরে ভাঙ্গা। তার উপর চলছে পাশের নালা-নর্দমার সংস্কার ও পুননির্মাণ কাজ। ফলে বৃষ্টির দিনে এসব রাস্তা দিয়ে চলতে গিয়ে অনেককে কাদাপানিতে নাস্তানাবুদ হতে হচ্ছিল। নষ্ট হচ্ছিল জামা-কাপড় সহ অন্যান্য জিনিসপত্র। অনেকে আর্থিক ক্ষতির শিকারও হয়েছেন।
এখন বৃষ্টি নেই। তাই ধুলোর দখলে চলে গেছে রাস্তাগুলো। যানবাহন চলাচলে অবিরাম উড়ছে ধুলো। ফলে নাকেমুখে রুমাল চাপা দিয়ে পথ চলতে হচ্ছে অনেক নাগরিককে। এই দুর্ভোগের শেষ কবে তা এখনো স্পষ্ট নয়।
Leave a Reply