নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর বন্যা পরিস্থিতি নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টায় নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, মো আজম খান, রেজাউল হাসান কয়েস লোদী, ফরহাদ চৌধুরী, আফতাব হোসেন খান, রেজওয়ান আহমদ, রকিবুল ইসলাম ঝলক, এস এম শওকত আমীন তৌহিদ, এ কে এ লায়েক, মস্তাক আহমদ, মো সিকন্দর আলী, তাকবির ইসলাম পিন্টু, তারেক উদ্দিন তাজ, আব্দুল মুহিত জাবেদ, আব্দুর রকিব তুহিন, আব্দুল মুনিম, অ্যাডভোকেট সালমা সুলতানা, শাহানা বেগম শানু, রেবেকা বেগম, রেবেকা আক্তার লাকি ও মাসুদা সুলতানা সাকি, প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, শামসুল হক পাঠওয়ারী, রুহুল আলম ও আব্দুস সোবহান, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ এবং সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বিশেষ জরুরি সভায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানকে প্রধান করে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা, নদী তীরবর্তী সকল ওয়ার্ডের আশ্রয়কেন্দ্র ও বাসা-বাড়িতে থাকা পানিবন্দি মানুষের তালিকা দ্রুত প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, আশ্রয়কেন্দ্র সমূহে বন্যার্তদের জন্য খাবারের ব্যবস্থা করা এবং শিশু খাদ্য সরবরাহ ও স্বাস্থ্য সুরক্ষায় সিসিকের ৩টি মেডিক্যাল টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া প্লাবিত এলাকার মানুষের বিশুদ্ধ খাবার পানি সংকট নিরসনে ১ লাখ পানি বিশুদ্ধকারী ঔষধ বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়।
ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র ও পানিবন্দি মানুষের খাবার পানির সংকট নিরসনে সিসিকের পানির গাড়ি পাঠানো পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অব্যাহত রাখারও সিদ্ধান্ত নেয়া হয়।
সিসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিসিকের মেডিক্যাল টিমগুলো বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করবে।
বৃহস্পতিবার রাত থেকেই বিভিন্ন আশ্রয়কেন্দ্রে শুকনো খাবারের পাশাপাশি বন্যার্তদের রান্না করা খাবার হিসেবে খিচুড়ি বিতরণ পরিস্থিতি বিবেচনায় অব্যাহত থাকবে।
Leave a Reply