নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃদ্ধি পেয়েছে নিম্নাঞ্চলের পানিবন্দি মানুষের ভোগান্তি। খাওয়ার পানির সংকট স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী যুক্তরাজ্য সফর শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরে এসেই মহানগরীর বন্যা কবলিত বিভিন্ন এলাকার পরিদর্শনে বের হন।
দিনভর তিনি শাহজালাল উপশহর, তেরোরতন, কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র, যতরপুর, সোহবানীঘাট, মাছিমপুর, ছড়ারপার, তালতলা, কাজিরবাজার, ঘাসিটুলা ও কানিশাইল পরিদর্শনকালে জানান, মহানগরী এলাকায় আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে।
বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে তিনি সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান।
সিসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্রুত সময়ের মধ্যে প্লাবিত এলাকার পানিবন্দি মানুষের দোরগোড়ায় জরুরি স্বাস্থ্য সেবা পাঠানো হয়েছে। খাওয়ার পানির সংকট নিরসনে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।
সিসিকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সবধরনের ছুটি বাতিল করা হয়েছে।
Leave a Reply