নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর সুবিদবাজার ফাজিল চিশত এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার রাত পৌণে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই যুবক হলেন, সজিব ও লুৎফুর। তারা ছাত্রদল কর্মী বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে ট্রাক ভাংচুর করে। এছাড়া ৩টি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply