সিলেট সিটি করপোরেশন মহানগরীর জলাবদ্ধতা নিরসনে লক্ষ্যে আবারো ছড়া ও খাল উদ্ধারে নেমেছে।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে মহানগরীর জিন্দাবাজারে বলরামের খালের শাখা খাল উদ্ধার কাজ শুরু হয়।
এই খালের উপর সিটি করপোরেশনের মালিকানাধীন তিনতারা মার্কেটের একটি অংশ ভাঙার মধ্য দিয়ে উদ্ধার কাজ শুরু করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় তিনি জানান, বলরামের খালের শাখা খালটির উদ্ধার কার্যক্রম শেষ হলে জিন্দাবাজার, হাওয়াপাড়া ও বারুতখানা সহ আশেপাশের এলাকার জলাবদ্ধতা কমে যাবে।
মেয়র জানান, তিনতারা মার্কেটের নিচ দিয়ে এই খাল প্রবাহিত হওয়ায় খালটি উদ্ধারে মার্কেটের করিডোর ভাঙার কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে মহানগরীতে বেদখল হওয়া সবকটি ছড়া ও খাল উদ্ধার করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শান্তুনু দত্ত সন্তু, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মো ছয়ফুল আমিন (বাকের) ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু।
Leave a Reply