নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকায় একটি মোটর সাইকেলে বোমাসদৃশ বস্তু থাকায় পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে।
বুধবার সন্ধ্যায় পুলিশ বক্সের জায়গায় কারো রঙের একটি মোটর সাইকেলে বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ এসে এলাকাটি ঘিরে ফেলে। চৌহাট্টা থেকে বন্দর অভিমুখী রাস্তাটি বন্ধ করে দেয়। তবে ভিআইপি রোড দিয়ে দাড়িয়াপাড়া ও রিকাবীবাজার হয়ে যান চলাচল করছে।
চৌহাট্টা থেকে মিরবক্সটুলা অভিমুখী রাস্তাটিও খোলা রয়েছে।
ইতোমধ্যে বিপুল সংখ্যক মানুষ চৌহাট্টা এলাকায় ভিড় জমিয়েছেন। কিছুক্ষণের মধ্যে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছবে বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply