নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর কাষ্টঘর আবাসিক এলাকা থেকে সকল ধরনের রাসায়নিক গুদাম সরিয়ে নেয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার বিকেলে কাষ্টঘর এলাকায় গাজী বুরহান উদ্দিন মার্কেট এলাকায় সচেতন এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তারা অভিযোগ করেন, একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা হওয়া সত্ত্বেও কাষ্টঘরে বেশ কয়েকটি রাসায়নিক গুদাম রয়েছে। যেকোন সময় এগুলোতে বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে এলাকাবাসী সবসময় আতঙ্কের মধ্যে থাকেন।
এই এলাকার অনেক ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই বলেও বক্তারা অভিযোগ করেন।
মানববন্ধনে প্রতিটি ভবন থেকে দুর্ঘটনার সময় লোকজন যাতে সহজে বের হয়ে আসতে পারে সেই ব্যবস্থা করতে ভবন মালিকদের কাছে দাবি জানানো হয়।
মানববন্ধন চলাকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সেখানে গিয়ে এলাকাবাসী সাথে একাত্মা প্রকাশ করেন এবং এই এলাকা থেকে রাসায়নিক গুদাম সরানোর ব্যাপারে সিসিক থেকে সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply