সিলেট মহানগরীর জিন্দাবাজারের কানিজপ্লাজায় নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয়েছে ফার্স্টহ্যান্ড প্রাইভেট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ফার্স্টহ্যান্ড টুরিজমের।
বৃহস্পতিবার সন্ধ্যায় কেক ও ফিতা কেটে এর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রোটারি ইন্টারন্যাশানাল ডিস্ট্রিক-৩২৮২ বাংলাদেশের গভর্নর রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরী ও সচিব রোটারিয়ান মাহবুব সোবহানী, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান হাবিবুর রহমান শামীম, রোটারিয়ান কয়েস আহমেদ সুমন, পিডিআরআর অ্যাডভোকেট হোসাইন আহমদ শিপন, জারিন তাছনীম, তাজুল ইসলাম, রোটারি ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট রোটারিয়ান বশিরুল হক, ডেপুটি গভর্নর রোটারিয়ান শামছুল ইসলাম দিপু, এসিসটেন্ট গভর্নর রোটারিয়ান আবু তাহের, পিপি রোটারিয়ান ডা মিফতাহুল হোসেন সুইট, পিপি রোটারিয়ান শাহের উদ্দিন শিরু, পিপি রোটারিয়ান খাইরুল জাফর চৌধুরী, পিপি রোটারিয়ান এনায়েত হাসান মানিক, দক্ষিণ সুরমা কলেজের প্রিন্সিপাল রোটারিয়ান শামছুল ইসলাম, সমকাল সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, পিপি রোটারিয়ান রাজীব দাস প্রমুখ।
Leave a Reply