নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সিটি কর্পোরেশন এলাকার উন্নয়নে ১ হাজার ২শ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় সিলেট মহানগর আওয়ামী লীগ আনন্দ মিছিল করেছে।
মঙ্গলবার দুপুরে মহানগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন ও আব্দুল খালিক এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর ও বিজিত চৌধুরী।
Leave a Reply