নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন জেলা সদরের মতো সিলেটেও মডেল ফার্মেসির উদ্বোধন করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার মহানগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের ৮টি বিশেষায়িত ফার্মেসির উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, সরকার সারাদেশে মডেল ফার্মেসি চালুর চেষ্টা করছে। এসব প্রতিষ্ঠান থেকে জনসাধারণ মানসম্পন্ন সেবা পাবেন।
মডেল ফার্মেসিগুলো ঔষধ শিল্পের নীতিমালা অনুযায়ী ঔষধ সংগ্রহ, সংরক্ষণ ও কেনাবেচা করবে।
চৌহাট্টায় সেন্ট্রাল ফার্মেসি ও ইউনিক ফার্মা এবং শিবগঞ্জে ইউনিক ফার্মা ও মিতালী ফার্মেসি সহ মহানগরীর বিভিন্ন এলাকায় মডেল ফার্মেসি উদ্বোধন উপলক্ষে আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএমএর কেন্দ্রীয় মহাসচিব ও স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা ইহতেশামুল হক চৌধুরী দুলাল, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা মুর্শেদ আহমেদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম বদরুল ইসলাম, সিভিল সার্জন ডা মো হাবিবুর রহমান প্রমুখ।
Leave a Reply