নিজস্ব প্রতিবেদক : ‘সিটি কর্পোরেশনের অঙ্গীকার, নগর হবে পরিষ্কার’ এই স্লোগানকে সামনে রেখে সিলেট সিটি কর্পোরেশন মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।
বুধবার সকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এ অভিযানের উদ্বোধন করেন। সিটি কাউন্সিলর, কর্মকর্তা, প্রায় দেড়শ পরিচ্ছন্নতাকর্মী ও ৪০টি গাড়ি নিয়ে এ অভিযান শুরু করা হয়।
নগর ভবন প্রাঙ্গণ থেকে শুরু করে কোর্ট পয়েন্ট, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, জিন্দাবাজার পয়েন্ট ও চৌহাট্টা হয়ে হযরত শাহজালার (র) এর মাজার এলাকায় নর্দমা পরিষ্কার কাজের মাধ্যমে অভিযানের সূচনা করা হয়।
Leave a Reply