সিলেট জেলা যুবলীগ নিম্নআয়ের প্রায় ১ হাজার মানুষের মাঝে কয়েক জাতের সবজি বিতরণ করেছে।
সোমবার সকালে মহানগরী কোর্ট পয়েন্টে এই সবজি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ।
জেলা যুবলীগ নেতৃবৃন্দ জানান, যতদিন ‘করোনা’র প্রাদুর্ভাব থাকবে ততদিন তারা নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রাখবেন।
Leave a Reply