নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর কাজলশাহ এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ অভিযান চালিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব ৯ প্রায় সোয়া ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার, মেডিকন ড্রাগ হাউস ও ক্রিস্টাল সিটি রেস্টুরেন্ট। বৃহস্পতিবার দুপুরে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে অদক্ষ টেকনিসিয়ান দিয়ে এক্সরে সহ নানা ধরনের পরীক্ষাকাজ চালানো, নোংরা পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ইত্যাদি অভিযোগে ঐসব প্রতিষ্ঠান থেকে ৭ লাখ ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
Leave a Reply