নিজস্ব প্রতিবেদক : চিকিৎসকের স্বাক্ষর জাল ও মেয়াদোর্ত্তীণ রি-এজেন্ট দিয়ে রোগ নির্ণয়ের দায়ে সিলেটের একটি ডায়গনস্টিক সেন্টারে সিলগালা এবং ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন র্যাব-৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে মহানগরীর মিরের ময়দান ও স্টেডিয়াম মার্কেট এলাকায় অভিযান পরিচালনা কালে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেয়।
ভ্রাম্যমাণ আদালত নিউ ইবনে সিনা নামের একটি ডায়গনস্টিক সেন্টারকে সিলগালা করে দেয়। এছাড়া দুই জনকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া মিরের ময়দান এলাকার শাহজালাল মেডিকেল সার্ভিসেসকে ৮ লাখ টাকা ও ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ৪ লাখ টাকা এবং স্টেডিয়াম মার্কেটের দ্যা পাথলজি ল্যাব ও নিরাময় ডায়গনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়।
Leave a Reply