নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেছেন, মহানগরীতে মোটরসাইকেল চুরি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে।
রবিবার দুপুরে এসএমপি সদর দফতরে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।
এসএমপি কমিশনার বলেন, পুলিশ ইতোমধ্যে মোটরসাইকেল চোরদের তালিকা তৈরি সহ কৌশল নির্ধারণ করে ফেলেছে। বাড়ানো হয়েছে নজরদারি। সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকেও আরো সিসি ক্যামেরা বসানো হচ্ছে।
তিনি উল্লেখ করেন, বিভিন্ন ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ছিনতাইয়ের মতো অপরাধ এখন নেই। মোটরসাইকেল চুরিও বন্ধ করা হবে।
পুলিশ কমিশনার মোটরসাইকেল মালিক ও চালকদেরকে যেখানে সেখানে মোটরসাইকেল না রাখার এবং নিরপত্তার স্বার্থে মোটরসাইকেল যথাযথ তালাবদ্ধ করে রাখার পরামর্শ দেন।
মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন, মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ কমিশনার এম এ ওয়াহাব ও বিভূতি ভূষণ ব্যানার্জি, সহকারী উপ কমিশনার গোপাল চক্রবর্তী এবং ইমজার সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু, সাবেক সভাপতি মইনুল হক বুলবুল, বাপ্পা ঘোষ চৌধুরী, মাহবুবুর রহমান রিপন, সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, আব্দুল আলিম শাহ, আনিস রহমান, সজল ছত্রী ও সাবেক সহ সভাপতি এস আলম আলমগীর।
এছাড়া এসএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply