নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর মিরাবাজার খাঁরপাড়ায় মা ও ছেলে খুনের ঘটনায় এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত নাজমুল হাসানকে বুধবার মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। তবে শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার রাতে বটেশ্বর এলাকা থেকে নাজমুল হাসানকে গ্রেফতার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানান, সহকারী কমিশনার কাউসার দস্তগীর।
তিনি জানান, মহানগরীর মুক্তিরচকের মৃত আব্দুল করিম মেম্বারের ছেলে নাজমুল হাসান আবাসন ব্যবসায়ী। নিহত রোকেয়া বেগমের সাথে তার অনেক দিনের সম্পর্ক ছিল। প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে, হত্যাকাণ্ডের সময় সে খাঁরপাড়া এলাকায় অবস্থান করছিল। প্রাথমিক তদন্তেও এ জোড়া খুনের সাথে তার সংশ্লিষ্টতার কিছু প্রমাণ পাওয়া গেছে।
Leave a Reply