নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকায় সড়কের মাঝামাঝিতে বসানো বিদ্যুতের ২টি খুঁটি ভেঙে পড়েছে।
শুক্রবার সন্ধ্যায় জিন্দাবাজারে লতিফ সেন্টারের সামনে একটি ও কাজী ইলিয়াস এলাকায় একটি খুঁটি ভেঙে পড়ে। তবে এতে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সপ্তাহখানেক আগে সিলেট সিটি করপোরেশন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উদ্যোগে খুঁটিগুলো বসানো হয়। তাই খুঁটির গুণগত মান ও বসানো নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাতেই নতুন করে খুঁটি বসানোর কাজ শুরু করা হয়।
Leave a Reply