বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ব্যবস্থাপনায় বিশ্ব হার্ট দিবসের গণমুখী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মহানগরীর পূর্ব শাহী ঈদগায় সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আয়োজিত এই গণমুখী সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো জামাল উদ্দীন আহমদ। প্রতিষ্ঠানের সভাপতি ডা এম এ রকিবের সভাপতিত্বে ও প্রচার সচিব আবু তালেব মুরাদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা গৌরমনি সিনহা, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো জুবায়ের সিদ্দিকী। আরো উপস্থিত ছিলেন সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা মো আমিনুর রহমান লস্কর সহ সভাপতি ইকবাল আহমদ চৌধুরী, এম মুহিবুর রহমান, যুগ্ম সম্পাদক আ ফ ম কামাল, মাহবুব সোবহানী চৌধুরী, কার্যকরী সদস্য এম এ করিম চৌধুরী, সাংবাদিক আব্দুল মালিক জাকা, মো আব্দুস সাত্তার, হাসপাতাল পরিচালক কর্নেল (অব) শাহ আবিদুর রহমান, উপ পরিচালক ডা রুকনুল আজিজ চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা জামিল উল গণি উসমানী, সিনিয়র কনসালটেন্ট ডা অজয় দত্ত, আজীবন সদস্য মো আব্দুল গণি প্রমুখ।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
Leave a Reply