নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে সিলেট মহানগরীতে কোনও অবৈধ পশুরহাট বসতে না দিতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী কঠোর অবস্থানে রয়েছেন।
এর আলোকে নির্ধারিত কোরবানির পশুরহাট ছাড়া অবৈধভাবে পশুরহাট বসালেই আইনানুগ ব্যবস্থা গ্রহণে সিসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সোমবার, ১০ জুন দুপুর ১টায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নগর পরিষদের জরুরি বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এতে সভাপতির বক্তব্যে মেয়র বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১৩ জুন থেকে ৫ দিন মহানগরীতে ৮টি কোরবানির পশুরহাট ইজারা দেওয়া হবে। এজন্যে দরপত্র আহ্বান করা হয়েছে। জায়গাগুলো হলো, টুকেরবাজার তেমুখী পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, মাছিমপুর কয়েদির মাঠের খালি জায়গা, মেজরটিলা বাজার সংলগ্ন খালি জায়গা, শাহপরাণ পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, টিলাগড় পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, সিটি কর্পোরেশনের মালিকানাধীন এস ফল্ট মাঠ ও দক্ষিণ সুরমায় ট্রাক টার্মিনাল। এর বাইরে কোনও হাট বসতে দেওয়া হবে না।
এছাড়াও সভায় কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণ, পশুরহাট সার্বক্ষণিক পরিষ্কার রাখা ও ঈদের দিন নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ফেলতে প্রচারণা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় চামেলীবাগ এলাকায় টিলা ধসে নিহতদের রূহের মাগফেরাত কামনা করা হয়।
সভায় নিহতদের পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া ও মালনীছড়ায় বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো ইফতেখার আহমেদ চৌধুরী ও প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ বিভিন্ন শাখা প্রধান সভায় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply