নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর শাহী ঈদগা এলাকায় এক সৌদি প্রবাসীর কোটি টাকা মূল্যের বাসা দখল করতে একটি চক্র হামলা ও মিথ্যা মামলা দায়ের করে প্রবাসীর প্রতিবন্ধী স্ত্রী ও স্বজনদেরকে হয়রানি করছে।
শনিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সৌদি প্রবাসী নাজিম উদ্দিনের স্ত্রী প্রতিবন্ধী জোসনা আক্তার এ অভিযোগ করেন।
তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, তার বোন ফাহিমা আক্তার। এতে অভিযোগ করা হয়, ২০১৭ সালে শাহী ঈদগা এলাকার শাহারা আহমদের নিকট থেকে ৫০ লাখ টাকায় চার শতক জায়গারসহ বাসা কেনেন তার স্বামী নাজিম উদ্দিন। তখন থেকেই তারা এই বাসায় বসবাস করছেন। এরপর নাজিম উদ্দিন সৌদিআরব চলে যান। এখনও তিনি প্রবাসে। জোসনা আক্তারের দেখাশোনা করছেন ভাই গুলজার হোসেন ও প্রতিবন্ধী বোন ফাহিমা আক্তার।
নাজিম উদ্দিন দেশের বাইরে চলে যাওয়ার পর একটি চক্র বাসাটি দখলে মরিয়া হয়ে উঠে।
জোসনা বেগম জানান, চক্রটি প্রথমে বাসার বিক্রেতা শাহারা আহমদকে দিয়ে তাদের বিরুদ্ধে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণা ও দলিল জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের করায়; কিন্তু সিআইডির তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়। এখন তারা শাহারা আহমদের তারেক ও তার ভাড়াটে সন্ত্রাসী সেবুল বাহিনীর কাছে সম্পূর্ণ জিম্মি। যে কোনো সময় তাদের কোটি টাকা মূল্যের বাসাটি জোরপূর্বক দখলে নিয়ে যেতে পারে।
জোসনা আক্তার আরো জানান, শাহারা বেগমের স্বামী, ছেলে ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা গত বছর ১৮ আগস্ট তাদের উপর সশস্ত্র হামলা চালায়। এতে তিনি ও স্বজনরা গুরুতর আহত হন। এ ঘটনায় তার ভাই গুলজার হোসেন বাদি হয়ে শাহারা বেগম, তার ছেলে তারেক, তানভীর, মেয়ে তারিন ও তাদের ভাড়াটে সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি পূর্ব চৌকিদেখীর সেবুল আহমদকে আসামি দিয়ে সিলেট কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি আদালতে বিচারাধীন; কিন্তু মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি তারেক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে বারবার হামলা ও মামলার ভয় দেখাচ্ছে।
সেবুল আহমেদ বাদি হয়ে গত ১ এপ্রিল মহানগর পুলিশের বিমানবন্দর থানায় জোসনা আক্তারের ভাই গুলজার হোসেনকে আসামি করে অভিযোগ দিলে অজ্ঞাত কারণে পুলিশ ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই না করেই মামলাটি গ্রহণ করায় তারা চরম হয়রানির শিকার হচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
জোসনা আক্তার এই মামলার নিরপেক্ষ তদন্তের দাবি জনান। প্রশাসনের হস্তক্ষেপ এবং সহযাগিতাও কামনা করেন।
Leave a Reply