ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট মহানগরীর জালালাবাদ মাঠে কাউন্সিলর আফতাব হোসেন খান ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
শুক্রবার রাত ৯টায় এর উদ্বোধন করেন, টুর্নামেন্টের প্রবর্তক সিলেট সিটি কর্পোরেশনের ৭ ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান।
ক্রীড়াব্যক্তিত্ব লল্লিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও নওশেরান চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু গবেষণা সংসদের সহ সভাপতি বিধান কৃষ্ণ দাশ সরকার, বিমানবন্দর থানার ওসি সাহাদাত হোসেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা নাজিম উদ্দিন আহমদ।
টুর্নামেন্টের প্রথম খেলায় সোনালী অতীত ফুটবল ক্লাব, দুবাগ-বিয়ানীবাজারকে হারিয়ে শুভ সূচনা করে আরাফাত একাদশ, বাদাম বাগিচা। দ্বিতীয় খেলায় জিসান স্পোর্টিং ক্লাব, কাজলশাহকে হারিয়ে জয়লাভ করে জালালাবাদ এফসি (এ)। দিনের শেষ খেলায় মারজান একাদশ পশ্চিম পীর মহল্লাকে হারিয়ে জয়ের সাধ নেয় একই এলাকার ফুটবল টিম বন্ধু একাদশ। রেফারি ছিলেন, হাসান আলী বাদল।
Leave a Reply