নিজস্ব প্রতিবেদক : আকস্মিক বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সিলেট মহানগরীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশন বৃহস্পতিবার. ৬ জুন (২৩ জ্যৈষ্ঠ) সকাল সাড়ে ১১টায় মহানগরীর তালতলা বৈঠাখালে আটকে থাকা আবর্জনা পরিষ্কার করতে অভিযান চালায়।
সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে কর্নেল (অব) একলিম আবদীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈঠাখালে স্বাভাবিক পানি প্রবাহের বাধা অপসারণ ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা জানান, বন্যার পানি নামার পর যেসব স্থানে ময়লা—আবর্জনা জমে ছিলো সেগুলো অপসারণ করে ব্লিচিং পাউডার ছিটানো হবে।
এদিকে আশ্রয়কেন্দ্রগুলো থেকে লোকজন নিজ নিজ বাসাবাড়িতে চলে যাচ্ছেন। এখনও যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তাদেরকে রান্নাকরা খাবারসহ ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।
Leave a Reply