সিলেট মহানগরবাসীকে বিদ্যুতের অসহনীয় যন্ত্রণা থেকে মুক্ত করতে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে অনুরোধ জানিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী সিলেটে বিদ্যুতের ঘাটতি পূরণ করতে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট মহানগরীর ভয়াবহ বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার, ১৮ এপ্রিল বাগবাড়িতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এ সময় পিডিবি কর্মকর্তারা তাকে জানান, মহানগরীতে বর্তমানে বিদ্যুতের দৈনিক চাহিদা ২২০ মেগাওয়াট। এর বিপরীতে প্রতিদিন সরবরাহ করা হচ্ছে ১৩০ মেগাওয়াট থেকে ১৪০ মেগাওয়াট অর্থাৎ ঘাটতি প্রতিদিন ৮০ মেগাওয়াট থেকে ৯০ মেগাওয়াট। তাই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, তীব্র দাপদাহে একদিকে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পেয়েছে অন্যদিকে উৎপাদন ব্যাহত হচ্ছে কয়েকটি কেন্দ্রে। তাই চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না। তবে ত্রুটি সারিয়ে বিদ্যুৎকেন্দ্রগুলোকে পুরোদমে উৎপাদনে নেওয়ার কাজ চলছে তবে
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদের ও উপবিভাগীয় প্রকৌশলী মো আরাফাত-আল-মাজিদ ভূঁইয়া সহ অন্যান্য কর্মকর্তা। এছাড়া সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বীর আলী, মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, সিলেট পল্লী বিদ্যুৎ শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জুবের খান উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply