একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী মহাজোট ও স্বতন্ত্র প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড শিরীণ শারমিন চৌধুরী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সিলেট বিভাগের বিভিন্ন আসনে নির্বাচিত ১৭ জন সহ এই সাংসদগণকে শপথবাক্য পাঠ করান।
এর আগে ড শিরীণ শারমিন চৌধুরী স্পিকার হিসেবে নিজে নিজে শপথ গ্রহণ করেন।
তবে অসুস্থতার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও অসুস্থ অবস্থায় বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম পরে শপথ নেবেন বলে সংসদ সচিবালয়কে জানিয়েছেন।
অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত বিএনপি ও গণফোরাম থেকে নির্বাচিত ৭ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেননি।
Leave a Reply