বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : চট্টগ্রামে মসজিদ ভাংচুর ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার অভিযোগে ইসকনকে নিষিদ্ধের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় পরিষদ হবিগঞ্জের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুম্মা শহরের চৌধুরীবাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে শহরের বিভিন্ন মসজিদ থেকে ইমাম ও মুসল্লিয়ান যোগদান করেন।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি রইছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা এম এ জলিলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ, মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, মাওলানা আব্দুল মজিদ ফিরোজপুরী, অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার আলম, পৌর সভাপতি মাহবুবুর রহমান আউয়াল ও মুফতি মাওলানা মুজিবুর রহমান খান, আব্দুল হান্নান ফরিদ।
বক্তারা অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও চিন্ময় কৃষ্ণের ফাঁসির দাবি জানান। সমাবেশ শেষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।