নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার যুবক আয়াত আলী নরসিংদী গিয়ে মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে এখন মৃত্যুর সাথে লড়ছে।
আশংকাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার বড় ভাকৈর গ্রামের আব্দুল সহিদের ছেলে। আয়াত আলী দীর্ঘদিন ধরে নরসিংদীর বাবুরহাট থেকে কাপড় এনে বিভিন্নস্থানে বিক্রি করে জীবিকা নির্বাহ করছে।
বুধবার সকালে সে কাপড় আনতে নরসিংদী যায়; কিন্তু বেলাবো এলাকায় মলম পার্টির সদস্যরা তাকে কৌশলে জুস খাইয়ে অচেতন করে তার সঙ্গে থাকা নগদ টাকা-পয়সা নিয়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।
পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন।
Leave a Reply