নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও জোছনাবাদের কবি খ্যাত মমিনুল মউজদীনের অকাল প্রয়াণের ১০ বছর উপলক্ষে সিলেটে দর্পণ থিয়েটার ‘তুমিহীন, দিন…’ শিরোনামে স্মরণ কর্মসূচির আয়োজন করেছিল।
বুধবার সন্ধ্যায় মহানগরীর শারদা স্মৃতি ভবনে সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে এই স্মরণ কর্মসূচি পালিত হয়।
এতে শোকের আবহে কবিতা, গান ও স্মৃতিচারণে ভাটি বাংলার প্রিয় মানুষ মমিনুল মউজদীনকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।
Leave a Reply