গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, মনোযোগ সহকারে পড়ালেখা করলে সাফল্য নিশ্চিত। জীবনের প্রথম সমাপনী পরীক্ষায় ভাল ফলাফল করে বিদ্যালয় সহ এলাকাবাসীর সুনাম বজায় রাখা প্রতিটি শিক্ষার্থীর কর্তব্য। তাই সবাইকে ভাল ফল করতে হবে।
বুধবার গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
তিনি উপজেলার জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তোয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ, সমাজসেবী মাস্টার সিরাজ উদ্দিন, জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য হেলাল উদ্দিন, ছাত্রনেতা দেলোয়ার হোসেন রিপন, শিক্ষানুরাগী আব্দুল কাদির প্রমুখ।
Leave a Reply