নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেলে মহানগরীর উন্নয়ন নিয়ে সকল পরিকল্পনা নির্বাচনী ইশতেহারে তুলে ধরবেন।
সিসিক নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে ধারাবাহিক গণসংযোগের অংশ হিসেবে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রবিবার দুপুরে মহানগরীর জিন্দাবাজারে একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বদরুজ্জামান সেলিম বলেন, নির্বাচন থেকে দূরে রাখতে সরকার খালেদা জিয়াকে একটি মিথ্যা ও ভুয়া মামলায় ফরমায়েসি সাজা দিয়ে কারাগারে আটকে রেখেছে।
সারাদেশে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা-মামলা ও নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
Leave a Reply